রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আল আমিন (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আটটার কিছু আগে আওয়ামী লীগের স্থানীয় দুটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় নূরানী মসজিদের ভেতরে থেকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ছুরিকাঘাতে আরও বেশ কয়েকজন আহত হন।
নিহত আলামিনের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
মিরর/ তানভীর