রাজধানীতে রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে দ্বিতীয় শ্রেণির এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুরে কদমতলী থানার জুরাইনে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম আরাফাত ইসলাম আরজু (৯)। সে মোংলা উপজেলার সিয়াবনিয়া গ্রামের ওয়ার্কসপ ব্যবসায়ী আজিজুল হকের ছেলে। বর্তমানে তার পরিবার কদমতলী থানার জুরাইন মুরাদপুর হাই স্কুলের পাশে একটি বাসায় ভাড়ায় থাকে।
শিশুটির মামা রুবেল রহমান জানিয়েছেন, সে দুপুরে বাড়ির বারান্দায় গ্রিলে কাপড় নেড়ে দেওয়ার রশি নিয়ে খেলছিল। রশির সঙ্গে হঠাৎ তার গলায় ফাঁস লাগে।
এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। পরে দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাংকিপক্স নিয়ে সতর্ক করলেন বিএসএমএমইউ উপাচার্য
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর পরিবারের লোকজন মরদেহটি নিয়ে চলে গেছেন।