রংপুর মহানগরীতে পূর্ববিরোধের জেরে যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর মডার্ন মোড়ে এই সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওয়ার্ড ছাত্রীলীগ নেতা রাব্বি বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২৫ থেকে ৩০ জনের নামে একটি মামলা করেন।
এই মামলায় প্রধান আসামি মোক্তারুল ইসলাম বাবুসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, সংঘর্ষে জড়িয়ে পড়া সবাই সরকারদলীয় সংগঠনের নেতাকর্মী।
জানা গেছে, যুবলীগ নেতা বাবুর নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা রাব্বির হোসেন সমর্থিত নেতাকর্মীদের মধ্যে রাতে সংঘর্ষ বাধে। এ সময় একটি দোকানঘর ভাঙচুর করা হয়।
ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উত্পল কুমার রায় বলেন, পূর্ববিরোধের জেরে গত শুক্রবার রাতে একটি মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।