নির্লজ্জতা আল্লাহ তায়ালার আত্মমর্যাদাবোধে আঘাত করে। যখন কোনো জাতি নির্লজ্জ হয়ে যায় তখন আল্লাহ তাকে অবশ্যই ধ্বংস করে দেন৷
আকাশ, বাতাস, সূয সবই আল্লাহর হুকুমে চলে। সুতরাং এই পৃথিবী একদিন অবশ্যই আল্লাহর নির্দেশে ধুয়ে মুছে পাক হয়ে উঠবে। আল্লাহর দুনিয়া অপবিত্র থাকতে পারেনা!
কোনো কাজে অন্যের অংশীদারিত্ব অপছন্দ করার নামই গাইরত বা আত্মমর্যাদাবোধ। আর এটি হচ্ছে সাধারণ অর্থের আত্মমর্যাদাবোধ। এই আত্মমর্যাদাবোধ সম্পর্ক যখন আল্লাহর সঙ্গে করা হয়। তখন এর অর্থ হবে আল্লাহ তাঁর সত্তার সঙ্গে অন্যের অংশীদারিত্ব পছন্দ করেন না। ইবাদত ও আনুগত্যে তাঁর প্রাপ্তি হবে নিরঙ্কুশ।
যখন বান্দা আল্লাহর সত্তা ও গুণাবলিতে কাউকে শরিক করে, তখন আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে। আর আল্লাহ শিরকের গুনাহকে অমার্জনীয় বলে ঘোষণা করেছেন।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শরিক করা ক্ষমা করেন না, তা ছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে সে মহাপাপ করে’ (সুরা নিসা, আয়াত : ৪৮)
শিবলী মাহাদী- কলামিষ্ট, ডেইলি মিরর অব বাংলাদেশ