আলোচিত ও সমালোচিত লেখক সালমান রুশদির ওপর হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে এ হামলার ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ১৯৮৮ সালে রুশদির লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হওয়ার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন তিনি। সাবেক এই বুকার পুরস্কার জয়ী চুয়াকুয়া ইনস্টিটিউটে বক্তব্য প্রদানকালে হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনি মঞ্চে উঠে বক্তব্য শুরু করার প্রস্তুতি আগমুহূর্তে এক ব্যক্তি তাকে ঘুষি মেরে বা ছুরি দিয়ে হামলা চালায়।
অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই মঞ্চে ছুটে আসছেন অংশগ্রহণকারীরা। সালমান রুশদির অবস্থা এখন কেমন তা স্পষ্ট নয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত এই লেখককে হত্যার জন্য ১৯৮৯ সালে ৩ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা দেন ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনেয়ী।
ব্রিটিশ-ভারতীয় এই লেখক যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তিনি সব সময় পুলিশের পাহারায় থাকতেন। এই লেখকের প্রায় ডজন খানেক বই প্রকাশিত হয়েছে।
২০০৭ সালে যুক্তরাজ্য তাকে নাইট উপাধি দেয়ায় মুসলিম বিশ্ব থেকে ব্যাপকভাবে প্রতিবাদ জানানো হয়।