1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  4. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  5. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
যুক্তরাষ্ট্রে ফের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত » দ্যা মিরর অব বাংলাদেশ
২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ১২:৫৬|

যুক্তরাষ্ট্রে ফের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮ বার সংবাদটি পড়া হয়েছে
us plane 1738989349
বিধ্বস্ত বিমান। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের আলাস্কায় আবারও যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলো। এবার বিমানে থাকা ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। তাদের মাঝে ৯ জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। মাঝ আকাশে নিখোঁজের একদিন পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিধ্বস্ত বিমানটি উদ্ধারের কথা জানায় মার্কিন কোস্ট গার্ড।

 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কোস্ট গার্ড শুক্রবার হিমায়িত সমুদ্রের বরফের ওপর একটি ছোট বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। গত বৃহস্পতিবার আকস্মিকভাবে নিখোঁজের পর বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে বিমানে থাকা ১০ জনই নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

কোস্ট গার্ডের মুখপাত্র মাইক সালার্নো একটি প্রেস কনফারেন্সে জানান, ধ্বংসাবশেষের কাছে পৌঁছানো দুজন উদ্ধারকারী সাঁতারু বিমানের ভেতরে তিনটি মরদেহ দেখতে পেয়েছেন এবং ধারণা করা হচ্ছে বাকি সাতজনও ধ্বংসাবশেষের ভেতরে রয়েছেন।

 

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অফিসের প্রধান ক্লিন্ট জনসন একই প্রেস কনফারেন্সে জানান, ১০ জনই নিহত হয়েছেন। দুর্ভাগ্যবশত, এখন যেহেতু ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং ১০ জনের মৃত্যু হয়েছে, এখন আমাদের কাজে লেগে যাওয়ার সময়।

 

কর্মকর্তারা জানান, তীব্র শীতের আবহাওয়া অনুসন্ধান কার্যক্রমে বাধা সৃষ্টি করেছিল এবং এই প্রত্যন্ত স্থান থেকে মরদেহ উদ্ধার করতে কয়েক ঘণ্টা বা কয়েক দিন সময় লাগতে পারে।

 

কোস্ট গার্ড একটি পোস্টে জানায়, ধ্বংসাবশেষটি নোমের দক্ষিণ-পূর্বে ৩৪ মাইল (৫৫ কিলোমিটার) দূরে পাওয়া গেছে। পোস্টটিতে তুষারে ঢাকা ধ্বংসাবশেষ এবং উদ্ধারকারী দলের দুই সদস্যের ছবি ছিল।

 

এর আগে আলাস্কায় ১০ জন আরোহী নিয়ে রহস্যজনকভাবে ছোট এই বিমানটি নিখোঁজ হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

 

তার আগে যুক্তরাষ্ট্রে আরও দুটি বিমান দুর্ঘটনা ঘটেছে। দুটি ঘটনা নিয়েই তদন্ত করছেন মার্কিন উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞরা। এর মধ্যে একটি দুর্ঘটনা ঘটে ওয়াশিংটন ডিসির কাছে; মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষে ৬৭ জন মারা যান। অপর দুর্ঘটনাটি ঘটে ফিলাডেলফিয়ায়। একটি মেডেভ্যাক জেট বিধ্বস্ত হয়ে সেই যাত্রায় সাতজন নিহত হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024