কুয়াকাটা-কলাপাড়া সড়কের মহম্মদপুর গ্রামে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস উল্টে হেলপার মো. মামুন (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা থেকে ২৫ জন যাত্রী নিয়ে বাসটি বরিশালের উদ্দেশে ছেড়ে আসে।
এরপর পৌনে ১২টার দিকে বাসটি ঘটনাস্থলে পৌঁছলে বেপরোয়া গতিতে দুটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিভানু, হোসনেয়ারা, নুরসায়েদা, আল আমীন, ইসমাইল এবং মজিদ ঢালীকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এস আই জহিরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে কলাপাড়া থানা পুলিশ।