চুয়াডাঙ্গার দর্শনায় চোরাচালানের সময় একটি যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে দর্শনা রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় চিলাহাটি থেকে খুলনা অভিমুখী ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস ট্রেনটির দ্বিতীয় বগিতে তল্লাশি চালানো হয়। পরে বগির ক্যারিয়ারের ওপর একটি স্কুল ব্যাগের ভিতর ৫টি পলিথিনের ছোট প্যাকেট থেকে ১ কেজি ১০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ওই ঘটনায় দর্শনা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।