1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
যাত্রাপথে বমি হয়? জেনে নিন কী করবেন » দ্যা মিরর অব বাংলাদেশ
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:০৬|

যাত্রাপথে বমি হয়? জেনে নিন কী করবেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭ বার সংবাদটি পড়া হয়েছে
5d093374f7b4cfa6c8f364009ee25e71 6513d2b258905
যাত্রাপথে সম্ভব হলে জানালার পাশে বসুন। ছবি: ফ্রিপিক

অফিসে প্রতিদিন কাজ করতে করতে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। তাই কাজের ফাঁকে ছুটি পেলে অনেকেই আনন্দে লাফিয়ে ওঠেন। মনে মনে পরিকল্পনা করেন ঘুরতে যাওয়ার। কিন্তু যাদের গাড়িতে বমির অভ্যাস আছে, তারা বেশ সমস্যায় পড়েন।

গাড়ি ছাড়ার পর কিছুদূর যেতে না যেতেই অনেকের শরীর কেমন জানি করতে শুরু করে। এ সময় মাথা চক্কর দেয়, বমি বমি লাগে। এ সমস্যার নাম ‘মোশন সিকনেস’। যাত্রাপথে শুধু বাসেই না, ট্রেন, স্টিমার, লঞ্চ ইত্যাদিতে চরলেও অনেকের এই সমস্যা দেখা দিতে পারে। আসুন জেনে নেই, বমি থেকে রক্ষা পাওয়ার কিছু উপায়-

১. যাত্রাপথে গাড়ির সামনের দিকে বসার চেষ্টা করুন। পেছনের দিকে বসলে খারাপ লাগতে পারে। হালকাভাবে দুচোখ বন্ধ করে একটু তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে আসুন। রাতের বেলায় হলে চোখ বন্ধ করে রাখুন।

২. সম্ভব হলে জানালার পাশে বসুন। জানালা কিছুটা খোলা রাখুন। যাতে বাইরের বাতাস ভেতরে আসতে পারে। শরীরে ঠাণ্ডা বাতাস লাগবে। দেখবেন ভালো লাগবে।

৩. দিনের বেলা হলে গাড়িতে বসে বাইরের প্রকৃতিকে উপভোগ করুন। যত দূর সামনে দৃষ্টি যায়, তাকিয়ে থাকুন। এতে আপনি আরাম পাবেন।

৪. ভুলেও খালি পেটে অথবা ভরপেটে গাড়িতে উঠবেন না। চেষ্টা করবেন হালকা কিছু খেয়ে গাড়িতে বসার। পেট খালি থাকলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। আর অ্যাসিডিটি বমির অন্যতম কারণ। আর ভরপেট থাকলে অস্বস্তি বাড়তে পারে।

৫. পানির অপর নাম জীবন। গাড়িতে খারাপ লাগলে প্রয়োজন মতো পানি পান করুন।

৬. যাত্রাপথে বমি বমি ভাব কাটাতে আদা খান। দেখবেন আপনার বমির ভাব দূর হয়ে যাবে।

৭. গাড়িতে বই পড়া, মোবাইলে গেম খেলা বা নেট ব্যবহার থেকে বিরত থাকুন। এতে সমস্যা বেড়ে যেতে পারে।

৮. টকজাতীয় ফল, লেবু, লেবুপাতার ঘ্রাণেও বমি ভাব দূর হয়।

৯. বমি বমি লাগছে, এ কথা ভুলেও চিন্তা করবেন না। মনকে শান্ত রাখুন। মনকে প্রফুল্ল রাখতে গান শুনতে পারেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024