কুষ্টিয়ার কুমারখালীতে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তর প্রতিনিধি লিপু খন্দকারের আয়োজনে মঙ্গলবার বাদ জোহর কুমারখালী উম্মুলকুরা ইসলামি মাদ্রাসায় পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। এসময় কাঙাল হরিনাথ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিন, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলি হিরো, মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে তার ও তার পরিবারের সকলের জীবনের সমস্ত গুনাহর ক্ষমা প্রার্থনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।