ময়মনসিংহে জাল আমেরিকান ডলারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৭ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে ঈশ্বরগঞ্জ থানাধীন ধীতপুর দক্ষিণ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১৪।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সোহেল মিয়া (৩৫) ও মো. খালেকুজ্জামান ওরফে তুহিন। তাদের কাছ থেকে ৩২১টি আমেরিকান ডলার ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন:বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেলেন পাঁচ নারী
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ আমেরিকান জাল ডলারের ব্যবসা করে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মিরর/ময়মনসিংহ