ভারতে প্রশাসনিক একজন ক্ষমতাবান কর্মকর্তার কাছ থেকে বানর চশমা ছিনিয়ে নিয়েছে। সেই বানরকে অনুনয়-বিনয় করতে হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে…
ভারতের অনেক অঞ্চলে বানরেরা মানুষের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে এমন দৃশ্য খুব স্বাভাবিক। তারা অনেক সময় খাবারের সন্ধানে বাড়িতেও ঢুকে পড়ে। তবে এবার ঘটলো ভিন্ন ঘটনা। ভারতের একটি জেলার এক ম্যাজিস্ট্রেটের চশমা ছিনতাই করেছে একটি বানর।
সোমবার (২২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি ঘটেছে মথুরার বৃন্দাবনে। এ ঘটনার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস অফিসার প্রবীন কাসওয়ান।
ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন পুলিশ সদস্য একটি ভবনের নিচে জড়ো হয়েছেন। তারা চশমাটি উদ্ধারের উপায় খুঁজছেন। এ সময় বেশকিছু বানর ওই ভবনের চারপাশে লাফালাফি করছিল। কিছুক্ষণ নিজের কাছে রাখার পর চশমাটি ফেরত দেয় বানরটি।
এই ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, প্রশাসনিক একজন ক্ষমতাবান কর্মকর্তার কাছে বানর চশমা ছিনিয়ে নিয়েছে। সেই বানরকে অনুনয়-বিনয় করতে হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। আমার ধারণা বানরটি খাবারের বিনিময়ে চশমা ফেরত দিতে সম্মত হয়েছে।
আরেকজন লিখেছেন, বানররা প্রায়শই জিনিসপত্র ছিনিয়ে নেয়। তাদের খাবার দিয়ে সেগুলো ফেরত আনতে হয়।