1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
মোংলায় বসতবাড়ি থেকে বিশাল অজগর উদ্ধার » দ্যা মিরর অব বাংলাদেশ
২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:৪৯|

মোংলায় বসতবাড়ি থেকে বিশাল অজগর উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৪ বার সংবাদটি পড়া হয়েছে
news 34

মোংলায় চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের এক বসতবাড়ি থেকে বিশাল একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ।

 

 

রোববার (২১ আগস্ট) ভোর ছয়টার দিকে সাপটি জালে আটকে রেখে বনবিভাগকে খবর দেয় বাড়ির মালিক।

vlcsnap 2022 08 21 12h22m44s445

সকাল সাড়ে সাতটার দিকে সাপটি উদ্ধার করে বেলা ১১টার দিকে করমজলের গভীর বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ।

 

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের সোহাগ শেখের বসতবাড়িতে সুন্দরবনের একটি বিশাল অজগর সাপ ঢুকে পড়ে। পরে খবর পেয়ে অজগরটি উদ্ধার করে করমজল নিয়ে গভীর বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি জানান, সাড়ে ১০ ফুট লম্বার এ সাপটির বয়স প্রায় ১২ বছর, ওজন ২০ কেজি।

 

এই বন কর্মকর্তা জানান, সুন্দরবনের বিভিন্ন প্রজাতির সাপ বনের অভ্যন্তরের উঁচু জায়গায় ডিম পেড়ে থাকে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বনের অভ্যন্তরের উঁচু জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ায় সাপগুলো লোকালয়ের উঁচু জায়গায় ডিম পাড়ে।

 

আর ডিম দেয়া বড় সাপগুলো লোকালয়ে ডিম পাড়ার পর সেই স্থানের আশপাশে বিচরণ করে থাকে।

 

তিনি আরও জানান, এছাড়া খাবারের সন্ধানেও লোকালয়ে এসে থাকে এ সাপ। খাবারের সন্ধানে লোকালয়ের বাড়িঘরে ঢুকে হাঁস-মুরগি ধরে খেয়ে থাকে অজগর সাপ।

 

তিনি জানান, এ পর্যন্ত লোকালয় থেকে যত অজগর উদ্ধার হয়েছে তার বেশিরভাগই উদ্ধার হয়েছে বাড়িঘরের হাঁস-মুরগির খোপ, ঘর বা তার আশপাশ থেকে।

 

উল্লেখ্য, চলতি বছরে এ পর্যন্ত লোকালয়ের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া দুইটি হরিণ, দুইটি গোঁখরা সাপ, দুইটি কুমির, তিনটি অজগর, একটি তক্ষক ও একটি কচ্ছপ করমজলের বনে অবমুক্ত করা হয়েছে। এছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন পার্ক থেকে উদ্ধার হওয়া নানা প্রজাতির আরও ২৪টি বন্যপ্রাণীও অবমুক্ত করা হয় সুন্দরবনের করমজলে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024