মেহেরপুরে বজ্রপাতের শিকার হয়ে সুন্নত মণ্ডল (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার উজলপুরের গ্রামে আশ্রয়ন প্রকল্পের পাশে চাতর মাঠে তিনি বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে ওই গ্রামের মৃত গকুল মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উজলপুর গ্রামের চাতর মাঠে জমিতে ধানের চারা রোপনের জন্য বাড়ি থেকে বের হয় সুন্নত মণ্ডল। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। ৯টার দিকে জমিতে ধানের চারা রোপনের সময় তিনি বজ্রপাতের শিকার হন। মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে। এর আগেই সুন্নতের মৃত্যু হয়।
আরও পড়ুন:কুষ্টিয়া ফিল্ম সোসাইটি ও কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের জরুরি সভা
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন আহম্মেদ জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
মিরর/ মেহেরপুর