কাতার বিশ্বকাপের শিরোপাটা লিওনেল মেসির হাতেই উঠুক। বিশ্বের অধিকাংশ ফুটবল প্রেমীদের সঙ্গে এই চাওয়া প্রায় সব দলের সাবেক ফুটবলারদেরও।
ক্রিকেট তারকারাও পিছিয়ে নেই। ফুটবলপ্রেমীদের মতো তাদেরও পছন্দ-অপছন্দের দল রয়েছে। ঠিক এমনই একজন ক্রিকেটার হলেন পাকিস্তানের পেস সেনসেশন শাহীন শাহ আফ্রিদি। ফুটবল জগতের দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে তার খুব পছন্দ। এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন আফ্রিদি।
এদিকে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে কারণে মেসির হাতেই বিশ্বকাপ দেখার ইচ্ছা প্রকাশ করেন বাঁহাতি এই পেসার। পাকিস্তানি তারকা বলেন, ফ্রান্সকে হারিয়ে যেন আর্জেন্টিনা কাপ নিতে পারে। সেটাই প্রত্যাশা করছি।
আফ্রিদি আরো বলেন, মেসি আমার কাছে ভীষণ পছন্দের। আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত ফুটবলের ফাইনাল ম্যাচে তার প্রতি সমর্থন থাকবে।
ফুটবলের এই ফাইনাল ম্যাচে কার হাতে ট্রফি উঠবে তার জন্য অধীর আগ্রহে আছেন বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল রাত ৯টায়।