জামালপুরের মেলান্দহ উপজেলায় কর্মরত ও মেলান্দহের স্থায়ী বাসিন্দা প্রকৌশলীদের নিয়ে গঠিত হলো ‘মেলান্দহ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’। প্রকৌশলী ইয়াসির আরাফাত আরিফকে আহ্বায়ক ও প্রকৌশলী মো. মনিরুজ্জামান নিলয়কে সদস্য সচিব করে ২৫ সদস্যের কমিট গঠন হয়েছে।
গতকাল রোববার (২০ এপ্রিল) রাতে আহ্বায়ক প্রকৌশলী ইয়াসির আরাফাত আরিফ ও সদস্য সচিব প্রকৌশলী মো. মনিরুজ্জামান নিলয়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের তথ্য জানানো হয়।
সম্পূর্ণ অরাজনৈতিক, পেশাজীবী সংগঠন, জেলার প্রকৌশলীদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার লক্ষে গঠিত এ কমিটিতে আরও রয়েছেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. শাকিল আহমেদ যুগ্ম আহ্বায়ক: আবু হান্নান সরকার, মো. আবু রায়হান, মো. সুজন রানা, মো. মাসুদ রানা পারভেজ, মো. মোখলেছুর রহমান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মো. বোরহান উদ্দিন যুগ্ম সদস্য সচিব: মো. কাউসার আকন্দ, মো. সাব্বির হোসেন নিলয়, মো. কাউসার আহমেদ কনক, মো. নাইম ইসলাম, মো. আনিছ। সাংগঠনিক সদস্য: মমিনুর ইসলাম।
সাধারণ সদস্যবৃন্দ- মো. কাইছার আলম সুজন, মো. মমিনুল ইসলাম, সঞ্জয় কুমার কর্মকার, নাবিলা মৌলি, মো. সৌরভ, মো. রবিউল ইসলাম মন্ডল, মো. নাহিদ হাসান, মো. মেহেদী হাসান, মো. আব্দুর রহিম ও মো. মশিউর রহমান নবীন।
আহ্বায়ক ইয়াসির আরাফাত আরিফ বলেন, “প্রকৌশল পেশার মর্যাদা রক্ষা ও মেলান্দহের প্রকৌশলীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যেই এই সংগঠনের সূচনা। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাজীবী প্ল্যাটফর্ম, যা সমাজ ও দেশের উন্নয়নে প্রযুক্তিভিত্তিক অবদান রাখবে।”
সদস্য সচিব মনিরুজ্জামান নিলয় বলেন, “এই সংগঠনের মাধ্যমে আমরা মেলান্দহের তরুণ প্রকৌশলীদের একত্রিত করে প্রশিক্ষণ, কর্মসংস্থান সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখতে চাই। আমাদের লক্ষ্য একটি ঐক্যবদ্ধ ও কার্যকর পেশাজীবী প্ল্যাটফর্ম গড়ে তোলা।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রকৌশলীদের তথ্যভাণ্ডার তৈরি, সেমিনার-ওয়ার্কশপ আয়োজন এবং পেশাগত নেটওয়ার্ক গড়ার উদ্যোগ নেওয়া হবে।