জামালপুরের মেলান্দহ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (১ এপ্রিল) সকালে শিশুটির মা বাদী হয়ে একজনকে আসামি করে থানায় মামলা করেন। অভিযুক্ত জাহিদুল (২৫) মেলান্দহ পৌর শহরের দক্ষিন নয়ানগর এলাকার আবুল কালামের ছেলে।
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে বাড়ির সবাই তারাবির নামাজ পড়তেছিলেন । এ সুযোগে জাহিদুল শিশুটিকে ডেকে নিয়ে একটি ঘরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি কান্না শুরু করলে ছেড়ে দিয়ে পালিয়ে যান জাহিদুল। রাতেই খবর পেয়ে মেলান্দহ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শিশুটির নানা হাসেন আলী জানান, শুক্রবার (৩১ মার্চ) রাত ৮ টার দিকে তার নাতনীকে জাহিদুল পাশের ঘরে ডেকে নিয়ে যায়। ঘরে নিয়ে ধর্ষণে চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার করলে প্রাণ নাশের হুমকি দেয় ।
পরে শিশুটিকে ছেড়ে দিলে নানার ঘরে এসে মাকে বললে বিষয়টি জানাজানি হয়। এ বিষয়ে জানার জন্য অভিযুক্তের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আতিকুর রহমান বলেন – ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।