অনেকদিন ধরেই হাসছে না মুশফিকুর রহিমের ব্যাট। এই নিয়ে ক্রিকেট পাড়ায় যেমন চলছে নানা আলোচনা, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা হচ্ছে।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপের দুই ম্যাচে ৪ রান করা মুশফিকুর রহিম গত ৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
এই ঘোষণার পরপরই ক্রিড়াপ্রেমীরা তার ফিরে আসা নিয়ে সরব হয় সোশ্যাল মিডিয়া। এদিকে মুশফিকের ফিরে আসার জন্য দুই দিন যাবৎ মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে প্রতীকী অনশন করছেন তার ভক্তরা।
তবে ধীরগতির ব্যাটিংয়ের কারণে সমালোচনার মুখে টি-টোয়েন্টি ছাড়লেও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক। পরিসংখ্যান বেহাল হলেও মুশফিকের ভক্তরা বলছেন, তিনি এখনো টি-টোয়েন্টি ক্রিকেট ভালো করতে সক্ষম।
ভক্তরা বলেন, মুশফিক ভাই খুবই আবেগপ্রাণ মানুষ। তিনি সমালোচনার মুখে এরকম সিদ্ধান্ত নিয়েছেন। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অবসর যদি নিতেই হয়, তাহলে বিশ্বকাপ খেলে মাঠ থেকে বিদায় নেওয়া উচিত। তবে আমরা সবাই মুশফিককে ভালোবেসে অনশন করছি।
মিরর/ এস এ