মিশরের উত্তরাঞ্চলে এক বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
শনিবার (১২ নভেম্বর) দেশটির দাকাহলিয়া প্রদেশের আগা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মহাসড়ক থেকে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মানসুরিয়া খালে গিয়ে পড়ায় মূলত এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েয়ে, দুর্ঘটনায় বাসের ৩৫ আরোহীর মধ্যে অন্তত ১৯ জন মারা গেছেন এবং আরো ছয়জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
সুত্র: রয়টার্স