বিশ্বকাপের ১৩তম আসরের ৩১তম ম্যাচে মঙ্গলবার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। এদিন আগে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ের কারণে ৪৩.৩ ওভারে ২০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। টার্গেট তাড়ায় ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় পাকিস্তান।
এদিন একাই পাকিস্তানের ৩ উইকেট শিকার করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ৯ ওভারে ৬০ রান খরচ করে মিরাজ শিকার করেন পাকিস্তানের দুই তারকা ওপেনার আব্দুল্লাহ শফিক ও ফখর জামান এবং অধিনায়ক বাবর আজমের উইকেট।
এই ৩ উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে নিজের ৮৯তম ম্যাচে উইকেটের সেঞ্চুরি করেছেন মিরাজ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে এই নজির গড়েন তিনি।
মিরাজের আগে সাকিব আল হাসান (৩১৫), মাশরাফি বিন মুর্তজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মোস্তাফিজুর রহমান (১৬০), রুবেল হোসেন (১২৯) ও মোহাম্মদ রফিক (১১৯) ওয়ানডেতে একশর বেশি উইকেট শিকার করেছেন।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দারুণ খেলছেন মিরাজ। ইতোমধ্যে ৮৯ ওয়ানডেতে দুই সেঞ্চুরি আর ৩ ফিফটির সাহায্যে ১ হাজার ২১৫ রান করেন মিরাজ।
ক্রিকেটের তিন ফরম্যাটে ব্যাট হাতে তিন সেঞ্চুরি আর ৭টি ফিফটির সাহায্যে ইতোমধ্যে সংগ্রহ করেছেন ২ হাজার ৭০৮ রান। আর বল হাতে ১৫৩ ম্যাচে শিকার করেছেন ২৬৪ উইকেট।