কুষ্টিয়ার মিরপুরে তরুণদের উদ্যোগে দুস্থদের বাড়ী নির্মানের কাঁচামাল (টিন) প্রদান ও রক্ত দানের উপকারিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩১শে জুলাই ) বুধবার মিরপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে রক্তদানের অপেক্ষায় মিরপুর সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে বসতবাড়ী নির্মানের জন্য ঢেউটিন বিতরণ ও রক্ত দানের উপকারিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে রক্ত দানের অপেক্ষায় মিরপুর সংগঠনের সভাপতি ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের চেয়ারম্যান এস.এম. মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -০২ আসন (মিরপুর-ভেড়ামারা) এর মাননীয় সংসদ সদস্য কামারুল আরেফিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব, এ্যাড. আব্দুল হালিম, উপজেরা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মর্জিনা খাতুন, উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিজূষ কুমার সাহা, রক্ত দানের অপেক্ষায় মিরপুর এর উপদেষ্টা আরিফুল ইসলাম, সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক আ্যাড. মুহাইমিনুর রহমান পলল, বিশিষ্ট সমাজসেবক হামিদুল ইসলামসহ রক্ত দানের অপেক্ষায় মিরপুর এর সদস্য বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য কামারুল আরেফিন বলেন, মেহেদী দীর্ঘ দিন সংগঠন পরিচালনা করছে। আমি রক্ত দানের অপেক্ষায় মিরপুর এর পাশে আছি সবসময়। যে কোন প্রয়োজনে তারা আমাকে পাশে পাবে। আমি এই সংগঠনের সফলতা কামনা করি।