স্বাধীনতা দিবস নিয়ে কটাক্ষ করে মিথ্যা বক্তব্য দিয়ে সংবাদ ছাপানো রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। শুক্রবার (৩১ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, মহান স্বাধীনতা দিবসের সঙ্গে আমাদের আবেগ-অনুভূতি জড়িয়ে আছে। অথচ, সে স্বাধীনতা দিবসকে নিয়ে কটাক্ষ করে মিথ্যা সংবাদ ছাপানো চরম অপরাধমূলক কর্মকাণ্ড।
তিনি বলেন, আমাদের মূল জায়গা স্বাধীনতা। সেখানে আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব, জনগণও সেটাই প্রত্যাশা করে। আর এতে যাদের মনে আঘাত লাগে তবে তারাও এ ষড়যন্ত্রের অংশীদার।
আওয়ামী লীগের এই নেতা বলেন, এ সরকারের সময় সাংবাদিকদের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। সাংবাদিকরা তাদের খুশি মতো লিখছে, সরকারের সমালোচনা করছে।
হানিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নয়। এক এগারোর সময় শেখ হাসিনাকে মাইনাস করার ষড়যন্ত্র করা হয়েছিল, পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছিল, যা এই পত্রিকায় ফলাও করে সে সময় ছাপানো হয়েছে। ২৬ মার্চের ঘটনাও আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র।