চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে ৩০ লাখ ৬৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মো. সোলেমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ মে) সীতাকুণ্ড উপজেলার ছোটদারোগার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ লাখ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।
সোলেমানের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। তার বাবার মো. আব্দুল মোনাফের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে তাওসিফ আমিন দোভাষ নামে এক ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের ৩০ লাখ ৬৮ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য আগ্রাবাদ এলাকায় আসে। গাড়িতে তার সঙ্গে অফিসের স্টাফ আবু হাবিব ডালিম ও মো. সোলেমান ছিলেন। গাড়িটি ফারুক চেম্বারের সামনে পার্কিং করেন দোভাষ। এ সময় কৌশলে সোলেমান টাকাগুলো নিয়ে পালিয়ে যান।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিছুক্ষণের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালীগামী একটি বাসে করে তিনি পালাচ্ছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।