কুষ্টিয়ার খোকসায় হতদরিদ্র দিনমজুরের ছাগল চুরির অভিযোগ উঠেছে কুমারখালী দুর্গাপুর দাখিল মাদ্রাসার সুপার আসলাম হুজুরের ছেলে রিফাত হোসেন (২২) এর বিরুদ্ধে।
রিফাত শনিবার রাতে গোপগ্রাম ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের দিনমজুর সামছুলের বাড়ি থেকে ছাগল চুরি করে বিক্রি করতে গিয়ে গণধোলাইয়ের পর এলাকায় ফিরে এসে তাদের এলাকায় টিকতে দিচ্ছে না বলে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, দাখিল মাদ্রাসার সুপারের ছেলে রিফাত সহ ৫/৭ জন দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ মুলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছে। ইতিপূর্বে এলাকায় অটোরিকশা সহ ছোট বড় চুরি করলেও ভয়ে এলাকাবাসী তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়না।
তারই ধারাবাহিকতায় শনিবার রাতে শ্যামগঞ্জের রিফাত, রাজু ও কুমারখালীর বাকচি সাতপাখিয়ার সাদ্দামসহ বেশ কয়েকজন সামছুল এর বাড়ি থেকে ছাগল চুরি করে পাংশা বাজারে বিক্রি করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পরলে গণধোলাইয়ের পর সেখান থেকে তারা পালিয়ে যায়।
পরে রিফাত এলাকায় ফিরে সামছুল ও তার পরিবারের সবাইকে হুমকি দিচ্ছে বলে জানান তারা। তারা আরো জানান মাদকাসক্ত এই গ্যাং যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। এ ব্যাপারে খোকসা থানায় অভিযোগ দেয়া হয়েছে জানান তারা।
বিষয়টি জানতে কুমারখালী দুর্গাপুর দাখিল মাদ্রাসার সুপার আসলাম হুজুরের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কোনভাবেই কথা বলতে রাজি হননি।