পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতান তাদের ম্যানেজার হায়দার আজহারের পরিবর্তে নারী সাংবাদিক হিজাব জাহিদকে নিয়োগ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে নারী ম্যানেজারের এটাই প্রথম ঘটনা।
ফ্র্যাঞ্চাইজিটির মালিক আলমগীর তারিন গতমাসে মারা যান। পিএসএলের গত তিন আসরের ফাইনালে খেলা দলটির মালিকানা পরিবর্তন হবে চলতি বছর। আলমগীরের ভাতিজা আলী তারিন, যিনি ২০২১ সাল পর্যন্ত দলটির সহ-মালিক ছিলেন, তিনি এখন পুরো দলের কর্তৃত্ব বুঝে নেবেন।
হিজাব জাহিদ বছরের শুরুতে তৃণমূল ক্রিকেটে পরিচালকের দায়িত্ব গ্রহণ করা পিএসএলের সবচেয়ে কমবয়সী ম্যানেজারও, তার বয়স ২৮ বছর। পড়াশুনা করেছেন প্রজেক্ট ম্যানেজমেন্টে এবং মুলতানে যোগদানের আগে ইসলামাবাদ ইউনাইটেডের মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পিএসএলে প্রথম নারী ম্যানেজার হিসেবে নিয়োগের পর জাহিদ বলেছেন, ‘নারী হিসেবে এখানে কর্তৃত্ব করা বেশ কঠিন। সংস্কৃতিগতভাবে মেয়েদের থেকে নির্দেশনা গ্রহণ করা পুরুষদের জন্য বেশ কঠিন। সুতরাং আমি আশা করব একজন নারী হিসেবে এ অবস্থানে সফল হতে এবং অনেক কাজ করতে।’
জাহিদের নিয়োগ সম্পর্কে দলটির মালিক আলী তারিন বলেছেন, ‘জাহিদ, পিএসএলের সব ম্যানেজারদের মধ্যে সবচেয়ে যোগ্য একজন। প্রথমে তার কথাই আমার মাথায় এসেছে। তার বর্তমান কাজের চেয়ে আরও ভালো কাজ তার প্রাপ্য এবং আমি জানি প্রথমে তার সাথেই কথা বলতে চাই। আমাদের তিনজন পুরুষ কোচ রয়েছে এবং আমরা পরিকল্পনা করছি তিনজন নারী কোচ নিয়োগ দেয়ার।’