1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
মাছ নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী » দ্যা মিরর অব বাংলাদেশ
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১:১০|

মাছ নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০ বার সংবাদটি পড়া হয়েছে
1745068848
ছবি সংগৃহিত

কুমিল্লায় স্ত্রীকে গলা টিপে হত্যা করে থানায় হাজির হয়েছেন বাছির উদ্দিন (৩৫) নামের এক যুবক। শনিবার (১৯ এপ্রিল) মুরাদনগরের উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।

 

বাছির উদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। নিহত মৌসুমী আক্তার (২৯) দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানায়, বাছির একটি মেডিসিন কম্পানির মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এরিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করেন। সেই সুবাদে উপজেলার উত্তর ত্রিশ গ্রামের আলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তারা।

 

মুরাদনগর থানায় গিয়ে পুলিশের কাছে স্ত্রীকে হত্যার বর্ণনা দিয়ে বাছির জানান, শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ বাজার থেকে পুঁটি মাছ কিনে বাসায় যান বাছির। এ সময় স্ত্রী মাছ কাটাতে পারবেন না বলে স্বামীর মুখের ওপর ছুঁড়ে মারেন। এতে ক্ষিপ্ত হয়ে গলা চেপে ধরলে মৌসুমীর মারা যান।

বাছির জানান, ৯ বছর আগে মৌসুমীকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। তাদের সংসারে চার বছর বয়সী যমজ ছেলে-মেয়ে রয়েছে। সংসার জীবনে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই কথা-কাটাকাটি হতো। তবে স্ত্রীকে হত্যার কোনো পূর্বপরিকল্পনা ছিল না।

 

বাড়ির মালিক আলাল বলেন, ‘দীর্ঘ আড়াই বছর ধরে তারা আমার বাসায় ভাড়া থাকেন। আমার চোখে দেখা বাছির একজন অত্যন্ত ভালো মানুষ। এখন পর্যন্ত তাদের কোনো পারিবারিক কলহ আমাদের চোখে পড়েনি। কেন এমন হলো, বুঝতে পারছি না।


মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘বাছির থানায় উপস্থিত হয়ে আমাকে জানান, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। তখন প্রথমে তার কথা বিশ্বাস হয়নি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, ঘটনা সঠিক। পরে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত বাছিরের বিরুদ্ধে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024