1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
মনোনয়ন বাতিল হওয়ায় কান্নায় ভেঙে পড়লেন সেই গ্রামপুলিশ » দ্যা মিরর অব বাংলাদেশ
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৩৫|

মনোনয়ন বাতিল হওয়ায় কান্নায় ভেঙে পড়লেন সেই গ্রামপুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১ বার সংবাদটি পড়া হয়েছে
image 747560 1701689256

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদের স্বতন্ত্র প্রার্থী গ্রামপুলিশ সদস্য মো. এসকেন আলীর (৪১) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আড়াই লাখ টাকায় এক কাঠা জমি বিক্রি করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র কিনে জমা দিয়েছিলেন।

 

 

সোমবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবু নাছের ভূঁঞা।

 

 

এক শতাংশ ভোটারের (এক হাজার জন) স্বাক্ষর দাখিলের কথা থাকলেও সেখানে তিনি ৯৮০ জন ভোটারের স্বাক্ষর দাখিল করেছেন। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 

 

স্বতন্ত্র প্রার্থী মো. এসকেন আলী লালপুরের বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী ছেলে। তিনি উপজেলার ১ নম্বর লালপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ (চৌকিদার) সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।

 

 

এদিকে মনোনয়নপত্র বাতিলের খবর শুনে এসকেন আলী কান্নায় ভেঙে পড়েন। তিনি তার সব কাগজপত্র একটার পর একটা খুঁজতে থাকেন। এ অবস্থায় সেখানে লোকজন তাকে সান্ত্বনা ও আপিলের পরামর্শ দেন।

 

 

এসকেন আলী জানান, সব তালিকা পূরণ করে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। কেন মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তার সঠিক কারণ জানা নেই। মনোনয়নপত্রের বৈধতা পেতে তিনি আপিল করবেন। তিনি বলেন, ইনশা আল্লাহ আমার প্রার্থিতা ফিরে পাব।

 

 

গত ২২ নভেম্বর দুপুরে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ মনোনয়নপত্র কেনেন তিনি। ভোটে দাঁড়াতে বিক্রি করেছেন এক কাঠা জমি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024