সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয়ের ভোটার তথ্য হালনাগাদ কেন্দ্র থেকে বের হওয়ার পর রাস্তা থেকে তাঁকে আটক করেন বিজয়নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান।
আরো পড়ুন : ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে আইজিপির নির্দেশ
গ্রেপ্তার করা পলাতক আসামি হলেন মো. শরিফ মিয়া (৩২)। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, উপজেলার ছতরপুর থেকে একজন মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আগামীকাল আদালত পাঠানো হবে।