কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সহ নানা কর্মসূচীতে স্কাউট দিবস পালিত হয়েছে।
৮ এপ্রিল মঙ্গলবার সকালে বাংলাদেশ স্কাউট ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্কাউট ভবনের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। এ উপলক্ষে উপজেলা স্কাউট ভবনেরর হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট লিডার খোরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভুরুঙ্গামারী উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক এ টি এম খলিলুর রহমান,ভুরুঙ্গামারী উপজেলা স্কাউটের কমিশনার মোছাঃ বাদরে জাহান, উপজেলা স্কাউটের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন,রোভার স্কাউটস মো: বেলাল হোসেন প্রমুখ।