ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হানা দিতে পারে বলে গতকালকেই আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। যদিও শঙ্কা কাটিয়ে সময়মতোই শুরু হয় এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি। তবে খুব বেশিদূর এগোতে পারলো না। বৃষ্টি হানা দিলোই।
পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলেছে ভারত। এরপরই ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি।
রোহিত শর্মা ১১ আর শুভমান গিল শূন্য রানে অপরাজিত থেকে ড্রেসিংরুমে গেছেন। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে।
এর আগে সকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল পাল্লেকেলের আকাশ। তাতে মন ভার ছিল ক্রিকেটপ্রেমীদেরও। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উড়ে যায় সেই শঙ্কার মেঘ। নির্ধারিত সময়ে হয়েছে টস। সেখানে জয় হয়েছে রোহিত শর্মার। ফলে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক।