ভাঙ্গায় প্রাইভেটকার চাপায় কামাল হোসেন (৪২) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। ২৪ আগষ্ট, বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল ঝিনাইদহ জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের কিনার আলীর পুত্র। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দীন আহমেদ জানান, ট্রাকটি নষ্ট হওয়ায় চালক চাকা পরিবর্তন করছিল।
এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরর/ সাকিব