কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় বাইক সার্ভিসসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে পরীক্ষার্থীদের পাশে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শনিবার( ১৯ এপ্রিল) ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুবি কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা এ সেবা দিয়ে থাকেন।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে নেতাকর্মীরা ভর্তিচ্ছুদের পানি, স্যালাইন, তথ্য ও সহায়তা কেন্দ্র , ভুল করে কোন পরীক্ষার্থী অন্যকেন্দ্রে চলে গেলে দ্রুত সময়ে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বাইক সার্ভিস সেবা চালু করেন। এছাড়া অভিভাবকদের বসার জন্য ছাউনি ব্যবস্থা করেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, আজকে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ছে। গতকাল থেকে কুবি শাখা ছাত্রদল ভর্তিচ্ছুদের সহযোগিতায় নানাভাবে পাশে ছিল। এরমধ্যে গতকাল রাত থেকে ভর্তিচ্ছুদের গন্তব্যে পৌঁছে দিতে বাইক সার্ভিস চালু করা, শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করে। এবং আজকে অভিভাবকদের বসার ব্যবস্থা ও পানির ব্যবস্থা করা হয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।