টস জিতে ব্যাটিংয় নেওয়াটা কতটা যুক্তি সঙ্গত হল তা নিয়ে তর্ক থাকছেই। বৃষ্টি মাথায় নিয়ে হয়তোবা দাসুন শানাকার এই সিদ্ধান্ত অনেকেই সমর্থনও করবেন।
তবে শ্রীলঙ্কার ব্যাটাররা যে শুরু করেছেন তা কোনো উইকেট বা কন্ডিশনেই সমর্থন করার মতো না। চতুর্থ ওভারে সিরাজ একাই ফিরিয়েছেন ৪ ব্যাটারকে। এরপর ৬ ওভারে ও সিরাজের শিকার হন ডাসুন সানাকা । সবমিলিয়ে ১২ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে তারা।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা : ১৭/৬ ওভার ৭
বিস্তারিত আসছে…