আন্তর্জাতিক ক্রিকেটে নতুন আরেক নিয়ম চালু করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বোলারদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। মঙ্গলবার (২১ নভেম্বর) আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় ‘স্টপ ক্লক’ নামে নতুন এই নিয়ম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নতুন নিয়ম অনুযায়ী, বোলিং করা দলকে এক ওভারের পর আরেক ওভারের বোলিং শুরু করতে হবে ৬০ সেকেন্ড সময়ের মধ্যে। ফিল্ডিংয়ে পরিবর্তন আনা, বোলাররা পরামর্শ দেওয়ার কাজ ওই এক মিনিটের মধ্যে করতে হবে। ওভার লেটের ঘটনা এক ইনিংসে তিনবার ঘটলে পাঁচ রান জরিমানা করা হবে যা প্রতিপক্ষ দলের স্কোরবোর্ডে যুক্ত হবে।
জানা গেছে, আগামী ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত নতুন এই নিয়মটি পরীক্ষামূলক পর্যায়ে রাখা হবে। এরপর ক্রিকেট আইনে ‘স্টপ ক্লক’ যুক্ত হবে কিনা ওই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
নতুন নিয়মের পাশাপাশি পিচ পরিবর্তন ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। পিচের মূল্যায়নের ক্ষেত্রে কোনো ভেন্যু যদি পাঁচ বছরের মধ্যে ছয়টি ডেমেরিট পয়েন্ট পায় তাহলে তাদের আন্তর্জাতিক মর্যাদা কেড়ে নেওয়া হবে। আগের নিয়ম অনুযায়ী সেটি ছিল পাঁচটি ডিমেরিট পয়েন্ট।