বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফি কমিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এখন থেকে এসব হাসপাতালে পাঁচশ’ টাকায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) ও ২ হাজার টাকায় আরটিপিসিআর টেস্ট করা যাবে। আগে আরটিপিসিআর টেস্টের খরচ ছিল ৩ হাজার টাকা।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১ জুলাই কোভিড-১৯ রোগনির্ণয় ও ল্যাবরেটরি ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভা হয়েছে। এতে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো কোভিড-১৯ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) ও আরটিপিসিআর টেস্ট পরীক্ষার ফি পুনঃনির্ধারণ করা হয়।
নোটিশে আরও বলা হয়, কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের অতিরিক্ত ফি নেয়া যাবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত চব্বিশ ঘন্টায় ২১৮টি নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
চলতি বছরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬১৭ জনের।