বেতন দিতে দেরি আর চাকরিচ্যুত করার প্রতিবাদে একটি কারখানার সাতজন কর্মী একসঙ্গে বিষপান করেছেন। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এমন ঘটনা ঘটেছে।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর প্রতিবেদনে এ খবর জানানো হয়। স্থানীয় পরদেশিপুরা পুলিশ স্টেশনের এসআই অজয় সিং ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
তার দেয়া তথ্যমতে, কারখানাটির ওই সাত কর্মী একসঙ্গে বিষপান করার পর তাদের সরকারি এমআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, বিষপান করা সাতজনই এখন আশঙ্কামুক্ত।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দুই মাস ধরে ওই কর্মীরা বেতন পাচ্ছিলেন না। এর মধ্যেই আবার চাকরিচ্যুতির খবর। এই চাপ সামলাতে না পেরেই বিষপান করেন ওই কর্মীরা।
অজয় সিং জানান, বিষপান করা কর্মীদের দেয়া প্রাথমিক জবানবন্দির ভিত্তিতে এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
অনিল নিগাম নামে ওই কারখানার এক কর্মী দাবি করেন, বেতন না পাওয়ায় খরচে কুলিয়ে উঠতে না পেরে তিনি বিষপান করেছেন।
অনিল বলেন, ‘দুদিন আগেই কর্তৃপক্ষ আমাদের সাতজনকে চাকরিচ্যুত করে। শূন্য পকেটে বাড়ি ফেরার কোনো উপায় না থাকায় কারখানার সামনেই আমি বিষপান করি।’