বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরিতে দলগত সংগ্রহের নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ ৬ উইকেটে ৩৪৯ রান করে। মুশফিক ইনিংসের শেষ বলে সেঞ্চুরি করে গড়েন নতুন রেকর্ড। সেঞ্চুরি করার পরপরই মুশফিক রীতিমতো গর্জন করে উঠেন মাঠে। আনন্দে চিত্তে বাংলাদেশ দল যায় বিরতিতে।
সবাই অপেক্ষায় থাকেন বোলারদের ক্ষুরধার বোলিং দেখার। যেটি তারা করেছিলে প্রথম ওয়ানডে ম্যাচে। কিন্তু তা আর তারা দেখানোর সুযোগ পাননি।
বাংলাদেশের ইনিংসের পরপরই নেমে আসে বৃষ্টি। সময় গড়ানোর সঙ্গে বাড়তে থাকে বৃষ্টির গতি। আবহাওয়ার পূর্বভাসে ছিল এ সময় বৃষ্টি হওয়ার। পরে তাই হয়েছে।
এই প্রতিবেদন লেখার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। যে কারণে আয়ারল্যান্ড আর নির্দিষ্ট সময় ব্যাট করতে নামতে পারেনি। আপাতত বৃষ্টি থামার অপেক্ষায় আছেন সবাই।