1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
বুয়েটের মেধা তালিকায় জায়গা পেয়েছে দেবীগঞ্জের শুভ » দ্যা মিরর অব বাংলাদেশ
২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| ভোর ৫:৫৯|

বুয়েটের মেধা তালিকায় জায়গা পেয়েছে দেবীগঞ্জের শুভ

সিরাতুল মোস্তাকিম, দেবীগঞ্জ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৯ বার সংবাদটি পড়া হয়েছে
InShot 20230620 092648113

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ২৪৭ তম স্থান অর্জন করেছে দেবীগঞ্জের মেধাবী শিক্ষার্থী মোঃ শুভ ইসলাম।

সোমবার (১৯ জুন) রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তাদের ওয়েবসাইটে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এতে মেধা তালিকায় ২৪৭ তম স্থান অর্জন করে ব্যাচেলর অফ সাইন্স ইন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(EEE )সাবজেক্টের জন্য মনোনীত হয়েছে দেবীগঞ্জের কৃতি শিক্ষার্থী মোঃ শুভ ইসলাম। সে পশ্চিম চিলাই পাড়া গ্ৰামের মোঃ হেলাল হোসেনের ছেলে।

শুভ ইসলাম ছোটবেলা থেকেই মেধাবী ছিলো এবং প্রতিটি পাবলিক পরীক্ষায় সে তার মেধার স্বাক্ষর রেখেছে। ২০১৪ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দেবীগঞ্জ পারফেক্ট একাডেমী থেকে জিপিএ- ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয় এরপর নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে জেএসসি এবং ২০২০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫.০০ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়‌।

এছাড়া ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রংপুর কারমাইকেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ- ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান পাওয়া শুভ ইসলামের অনুভূতি জানতে চাইলে সে জানায়, “আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে এই সফলতা দান করেছেন। আমার এই সফলতার পিছনে আমার বাবা-মা এবং আমার শিক্ষকদের অবদান রয়েছে। আমার বাবা- মা সব সময় আমার পাশে ছিলো, আমাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল আর আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ আমাকে সর্বদাই দিক নির্দেশনা দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি তাদের সকলের কাছেই কৃতজ্ঞ।”

দেবীগঞ্জের ঐতিহ্যবাহী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাত্তণ এই কৃতি শিক্ষার্থী বুয়েটের মতো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে ৮ম স্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৪০৪ তম এবং গুচ্ছের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ২৭৮ তম স্থান অর্জন করে।

মোঃ শুভ ইসলামের অভূতপূর্ব সফলতার বিষয়ে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক- মোঃ জসিম প্রামানিক বলেন,”শুভ ইসলাম শুরু থেকেই একজন মেধাবী শিক্ষার্থী ছিলো এবং সে তার মেধার স্বাক্ষর সব জায়গায় রেখেছে। ঢাবি, রাবি এবং গুচ্ছের পর এবার সে বুয়েটের মেধাতালিকায় স্থান পেয়েছে। এটা নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় তথা দেবীগঞ্জ বাসীর জন্য একটি আনন্দের বিষয়। আমি আজ শিক্ষক হিসেবে গর্বিত, আমার শিক্ষার্থী দেশ সেরা বিদ্যাপীঠে ভর্তির সুযোগ পেয়েছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024