1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
বিয়ে বাড়ির ‍"গেইট" সাজানো সংঘর্ষ, আহত ২০ » দ্যা মিরর অব বাংলাদেশ
২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| ভোর ৫:৫৩|

বিয়ে বাড়ির ‍”গেইট” সাজানো সংঘর্ষ, আহত ২০

 নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৭ বার সংবাদটি পড়া হয়েছে
hamalaaa 62fc5afa04343
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা টহল । ছবি মিরর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিয়ে বাড়ির গেইট সাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

 

গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে দফা দফায় উপজেলার দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে পুলিশ।

 

সংঘর্ষে জড়িত একটি পক্ষ হলো বিয়ে উপলক্ষে যে এলাকার বাড়ি সাজানো হচ্ছিলো সেই এলাকার বাসিন্দা। যারা বিয়ে বাড়ি সাজানোর দায়িত্বে ছিলেন তারা আরেকটি পক্ষ।

 

বিয়ের আয়োজনটি হচ্ছিলো সীতারামপুর গ্রামে এবং বিয়ে বাড়ি সাজানোর দায়িত্বে ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুরের এক যুবক।

 

কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, গত সোমবার (১৫ আগস্ট) ইউনিয়নের সীতা-রামপুর গ্রামে রাজুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ডেকোরেশনের কাজ করেন দৌলতপুর গ্রামের হাসান আলী বাড়ির এক যুবক। বিয়ে বাড়ির লোকজনের ওই যুবকের গেইট সাজানো পছন্দ হয়নি। এটি নিয়ে এই যুবকরে সাথে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে মীমাংসা করতে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে উভয়পক্ষকে নিয়ে সালিশি সভা হয়। সেখানে আমিও ছিলাম। এরইমধ্যে খবর আসে বিয়ে বাড়ির ওই বাকবিতাণ্ড নিয়ে দৌলতপুর ও সীতা-রামপুর গ্রামের দুই যুবক তর্কবিতর্ক থেকে মারামারিতে জড়িয়ে পড়েছেন। সে সময় দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অনেকে আহত হন। সংঘর্ষে অনেক দোকানপাট ভাংচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে  অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024