রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পূর্ব মৌকুড়ী গ্রামে বাল্য বিয়ের সহযোগিতা করায় বরের দুলাভাইকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার আমতলা আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। এছাড়া মেয়ের মা ও মামার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, বুধবার (১৭ আগস্ট) রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের ১৩ বছরের কিশোরীর বাল্য বিয়ের আয়োজন করা হয় গোপালগঞ্জ জেলার জামসেদ মৃধার ছেলে সাজ্জাদ মৃধার সঙ্গে।
খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালালে বর পালিয়ে যায়। এসময় বরের দুলাভাই সাজ্জাদকে অভিভাবক হিসেবে বাল্যবিবাহে সহযোগিতা করার দায়ে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ ধারা মোতাবেক ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মেয়ের মামা মিয়াঁ মল্লিক ও মা তসলিমা বেগমের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
মিরর/ ফারজানা