হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িচাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৩৭) ও তার ছেলে মোহাম্মদ আলী (৬)।
স্থানীয়রা জানান, ইউসুফ আলী মহাসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তিনি একটি দোকানে বিস্কুটের বিল পরিশোধ করার সময় শিশুটি দৌড়ে মহাসড়কে চলে যায়। এ সময় বাবা তার ছেলেকে সরিয়ে আনতে গেলে সিলেটগামী অজ্ঞাত পরিচয় একটি গাড়ি দুজনকেই চাপা দেয়।
এতে শিশু মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যায়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ইউসুফ আলীর।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব মিরর অফ বাংলাদেশকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।