বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের বাসার গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত গৃহকর্মীর নাম নুন নাহার (২৪)।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, রাজধানীর গুলশান-২ এর জালাল ইউনুসের বাসা থেকে গৃহকর্মী নুন নাহারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
সেখানে সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।
তিনি আরো বলেন, যেহেতু ওই নারী জালাল ইউনুসের বাসায় গৃহকর্মী ছিলেন তাই ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহকর্মীর মৃত্যু স্বাভাবিক। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।