নবনির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আজ সংবাদ সম্মেলন করবেন। বুধবার বিকেল ৩টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স এরিয়াতে সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত থাকবেন।
এর আগে বুধবার বেলা ১১টায় শুরু হয় বিসিবির জরুরি বোর্ড সভা। এরপর পাপন সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন ফারুক। সাবেক এই ক্রিকেটার একসময় জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন।
জানা গেছে, পদ ছাড়তে পারেন বোর্ডের আরো কয়েকজন পরিচালক।পুনর্গঠিত কমিটিতে থাকবেন আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও।
বিসিবি পুনর্গঠন প্রক্রিয়ায় আইসিসি’র নিষেধাজ্ঞা এড়াতে সরকারি হস্তক্ষেপমুক্ত রাখতে কমিটি গঠনে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে সচিবালয়ে বিসিবির সভা নিয়ে উঠেছে প্রশ্ন।
বিসিবি পুনর্গঠনের পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুদিন সময় লাগবে। কোনো পরিচালক পদত্যাগ না করলেও তিন সভায় অনুপস্থিত থাকলে তার পদ বাতিল হবে। পরে শূন্য পদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।