বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কিউরেটর হিসেবে গত বছরের জুলাইয়ে যোগ দিয়েছিলেন টনি হেমিং। দুই বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে যুক্ত হন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ কিউরেটর।
তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। অথচ বিসিবি তাকে এনেছিল পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নির্মাণের জন্য।
বুধবার (১০ জুলাই) এক বিবৃতিতে হেমিংয়ের বিদায়ের খবর নিশ্চিত করেছে বিসিবি। বিদায় বেলায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবির প্রধন নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘টনি হেমিং বিসিবির অমূল্য এক সম্পদ ছিলেন। তার বিস্তৃত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের ক্রিকেটের পরিকাঠামোগত উন্নয়নে দারুণ ভূমিকা রেখেছে। তার সুক্ষ্ম দৃষ্টিভজ্ঞি ও নিবেদন বাংলাদেশের মাঠের উন্নয়নে ভূমিকা রেখেছে।’
বাংলাদেশে কাজ করার আগে আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন হেমিং। একই সঙ্গে ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসাল্যান্ট ছিলেন তিনি।