বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। আর এতে প্রভাবশালী নেতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম।
প্রভাবশালী নেতাদের মধ্যে আরও রয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মতো ব্যক্তিত্বরা।
ড. মুহাম্মদ ইউনূসের তালিকায় আসার বিষয়টি এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোড়ন তৈরি করেছে। নেটিজেনরা তা শেয়ার করছেন নিজ টাইমলাইনে।