1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
বিশ্বকাপের আগে ক্রিকেটাদের সাক্ষাৎকারই অস্বস্তির কারন » দ্যা মিরর অব বাংলাদেশ
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৮:১৬|

বিশ্বকাপের আগে ক্রিকেটাদের সাক্ষাৎকারই অস্বস্তির কারন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১১ বার সংবাদটি পড়া হয়েছে
shakib Tamim

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে এই ভরাডুবির কারণ এখন খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপেক্ষা করছে হেড কোচ ও টিম ডিরেক্টরের রিপোর্টের। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু অবশ্য মনে করছেন সিনিয়র ক্রিকেটাদের বেফাঁস সাক্ষাৎকারও এর পেছনের কারণ হতে পারে।

বিশ্বকাপে যাওয়ার আগেই সাকিব আল হাসান সাক্ষাৎকারে তামিমকে নিয়ে নানারকম মন্তব্য করেছেন। তামিম ইকবাল নিজেও তাঁর ফেসবুকে ভিডিও আপলোড করছেন। বিশ্বকাপের ঠিক আগে এমন ঘটনা দলের ওপর প্রভাব ফেলেছে বলেও মনে করেন অনেকে।

এসব নিয়ে তানভীর আহমেদ টিটু বলেন,’ সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ তো নতুন ক্রিকেট খেলছে না। তারা তাদের কন্ট্র্যাক্ট সম্পর্ক্যে ওয়াকিবহাল। বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটারদের তালিকায় তারা উপরের দিকেই থাকবে। তারা যেই কাজগুলো করেছে বা যেই ইন্টারভিউগুলো দিয়েছে। যেটা নিয়ে এত আলোচনা-সমালোচনা হয়েছে, সেই জিনিসগুলো যদি বিশ্বকাপ শুরুর আগে না হতো। তাহলে আমরা আরও স্বস্তির জায়গাতে থাকতাম। ওইরকম যদি না হতো তাহলে হয়তো ভালো হতো।‘

এইসব কারণে যদি দলের ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে তাঁরা শাস্তির আওতায় আসবেন কিনা এমন প্রশ্নও করা হয়েছিল। তিনি বলেন, ‘বিসিবির তদন্ত রিপোর্ট আসার পর যদি মনে করা হয় সাকিবের ইন্টারভিউয়ের কারণে বিশ্বকাপে দলের ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটি যদি মনে করে ব্যবস্থা নেওয়া উচিৎ, সেক্ষেত্রে তারা সেটা নিবে।’

ওদিকে বিশ্বকাপের শেষ ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা নিয়েও রয়েছে শঙ্কা। সেক্ষেত্রে টেস্ট নেতৃত্ব দিতে পারেন লিটন দাস। অধিনায়কত্ব প্রসঙ্গে টিটু বলেন,’ ‘নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন সিদ্ধান্ত না হলে টেস্টে ভাইস-ক্যাপ্টেন লিটনই করবেন টেস্ট ক্যাপ্টেন্সি। আর সিদ্ধান্ত হলে চেঞ্জ করা হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024