রাতের বেলায় খাবারের জন্য বিরিয়ানি রান্না না করায় বড় ধরনের খেসারত দিতে হয়েছে ভারতের এক গৃহবধূকে। স্বামীর ছুরিকাঘাতে আহত হয়ে তিনি এখন হাসপাতালে।
মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের লাতুর জেলায় রাতের খাবারের জন্য বিরিয়ানি তৈরি না করায় মাতাল অবস্থায় এক ব্যক্তি তার স্ত্রীকে ছুরিকাঘাত করে আহত করেছে।
পরিদর্শক সুধাকর বাওকর জানিয়েছেন, ৩১ শে আগস্ট নান্দেড রোড এলাকার কুষ্টদামে ঘটে যাওয়া ঘটনার জন্য অভিযুক্ত বিক্রম বিনায়ক দেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, ৩১ আগস্ট রাতে অভিযুক্ত বিনায়ক মদ্যপ অবস্থায় বাড়িতে আসে এবং রাতের খাবারে বিরিয়ানি না বানানোর জন্য স্ত্রীর সঙ্গে তর্ক শুরু করে।
এক সময় ক্ষিপ্ত হয়ে বিনায়ক তার স্ত্রীকে বেদম পেটাতে শুরু করে। এ সময় পরিবারের অন্যান্য লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে সে স্ত্রীকে ছুরিকাঘাত করে।
হামলায় গুরুতর আহত স্ত্রীকে চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মামলা হলেও স্বামীকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
অনলাইন/ মিরর