বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে শাস্তির বিধান কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার সকালে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।
আইন মন্ত্রণালয়ের ২ সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী ইশরাত হাসান জানান, সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শাস্তি ৭ বছর জেল ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইনে পুরুষের শাস্তির বিধান থাকলেও নারীর বিষয়ে কিছু বলা হয়নি।
ইশরাত আরও জানান, দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হওয়ার পর, কোনো নারী যদি পুরুষের বিরুদ্ধে প্রতিশ্রুতি না রাখার অভিযোগ তুলে মামলা করেন, তবে সেটা এই আইনে শাস্তির আওতায় পড়বে। এক্ষেত্রে শুধু একজনকে দায়ী করে আইন করা অসাংবিধানিক। তাই আইন বাতিল চেয়ে রিট করা হয়েছে।
পরে, শুনানি শেষে এ বিষয়ে জবাব দিতে রুল জারি করেন হাইকোর্ট।