কলম্বোতে ইমার্জিং এশিয়া কাপের উদ্বোধনী খেলায় হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ৩০০ রান করা সত্ত্বেও, টাইগাররা শ্রীলঙ্কার “এ” দলের কাছে পিছিয়ে পড়ে এবং ৪৮ রানে হেরে যায়।
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৮ উইকেটে লঙ্কান ‘এ’ দল বিস্ময়কর ৩৪৯ রান সংগ্রহ করে। আবিষ্কা ফার্নান্দো সেঞ্চুরি করে শুরু করেন। ১৩টি চার ও ৩টি ছক্কায় ১২৪ বলের ইনিংসে তার ১৩৩রানের অংশ ছিল।
এছাড়া পাসিন্দু সূর্যবন্দরা ও মিনোদ ভানুকা যথাক্রমে ৪৩ ও ৫৭ রান করেন। ১৯ বলে ৩১ রানের একটি ক্যামিও ইনিংস খেলেছিলেন অধিনায়ক ডুনিথ ওয়ালালেগে বান্দারা ২৫ বলে ৩৫ রান করে খেলায় প্রবেশের আগে।
বাংলাদেশের পেসার রিপন মন্ডল ৭২ রানে তিনটি শিকার করেন। সৌম্য সরকার, একজন মিডিয়াম পেসার, ৫২ রানে তিনটি শিকার দাবি করেন।
বাংলাদেশের টপ অর্ডার জুড়ে রান তুলে জবাব দেয়। কিন্তু কেউ সেঞ্চুরি করতে পারেননি। টাইগাররা ৪৮ পয়েন্ট তিন ওভারে ৩০১ রানে সবকটি উইকেট হারিয়েছে।
ফিফটি করেন নাঈম শেখ ও সাইফ হাসান। নাঈম তার ইনিংসে ১১টি বাউন্ডারি মেরে ৩৯ বলে ৫১ রান করেন। চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৪৬ বলে ৫৩ রান করেন অধিনায়ক সাইফ হাসান।
চমৎকার কিছু বোলিং করার পর সৌম্য ৪৬ বলে ৬ অতিরিক্ত বলে ৪২ রান করেন। রকিবুল হাসান শেষ পর্যন্ত ৩৬ বলে ৪০ রান করেন। ৩৫০ রানের লক্ষ্য নির্ধারণ করা হলেও বাংলাদেশ ‘এ’ দল তা পৌঁছাতে পারেনি।
শ্রীলঙ্কার পক্ষে দুশান হেমন্ত ও প্রমোদ মধুশান দুজনেই তিনটি করে উইকেট নেন।