বর্তমান সময়ে অনেক দেশেই ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হলেও যে কয়েকটি দেশের লিগ দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করে তাদের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অন্যতম।
দশম আসরের পর বিপিএলের আগামী আসর হবে ১১তম আসর। সাধারণত জানুয়ারিতে মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। সময়ের হিসেবে বেশ লম্বা সময় হাতে থাকলেও ইতোমধ্যেই বিপিএল নিয়ে কাজ শুরু করে দিয়েছে বিসিবি।
বিপিএলের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফটের প্রাথমিক সময়সূচি বিবেচনা করে রেখেছে বোর্ড। সোমবার (০১ জুলাই) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এ তথ্য নিশ্চিত করেন। আগামীকাল মঙ্গলবার বিসিবি পরিচালনা পর্ষদের সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘বিপিএলের গত আসরে যারা অংশ নিয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অধিকাংশ দলই অংশগ্রহণ নিশ্চিত করেছে। দুই-একটা দল এখনও জানায়নি। তারা জানালে পরের পদক্ষেপ ঠিক করব।’
প্রাথমিকভাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিপিএলের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট করার পরিকল্পনা রয়েছে বিসিবির। এ প্রসঙ্গে নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা ইতোমধ্যে একটা সময় নির্ধারণ করেছি প্লেয়ার্স ড্রাফটের জন্য। এরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে।’